আজ কি একাদশে থাকবেন মোস্তাফিজ?

Slider খেলা

102133kalerkantho_pic

গত মৌসুমে আইপিএলটা স্বপ্নের মতো শুরু হয়েছিল মোস্তাফিজের। এবার দল পরিবর্তন করে আসলেন মুম্বাইয়ে। শুরুটা ভালোই হয়েছে বলা যায়। প্রথম ছয় ম্যাচেই দলের হয়ে মাঠে নামেন মোস্তাফিজ। মোটামুটি পারফর্মও করেন। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন।

কিন্তু হঠাৎ করেই কেন এই ছন্দপতন? মূলত টিম কম্বিনেশনের কারণেই শেষ তিন ম্যাচে খেলা হয়নি কাটার মাস্টারের। মোস্তাফিজ ভক্তদের তাই আজও শঙ্কা রয়েছে। আজ কি খেলবেন তিনি?

তবে টিম কম্বিনেশন ঠিক রাখতে গেলে আজ নিজেদের দশম ম্যাচে কলকাতার বিপক্ষে হয়তো দেখা যাবে না মোস্তাফিজকে। কিন্তু গতকালও ভারতীয় পেসার জহির খান বলেছেন, মোস্তাফিজকে একাদশে রাখা উচিৎ।

মোস্তাফিজকে একাদশে রাখার পক্ষে ভোট দেন অস্ট্রেলিয়ান পেস তারকা শন টেইটও। টেইট বলেন, মুম্বাইয়ের জন্য মোস্তাফিজ ছিল আরো ভালো অপশন।

মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে হলে সামনে সমীকরণ। বাকি সবগুলো ম্যাচেই জিততে হবে তাদের। নয় ম্যাচে তিন জয় আর ছয় পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে মুম্বাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *