খাগড়াছড়ি: নানিয়ারচরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও মহালছড়ি থেকে অপহৃত তিন যুবককে উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে।
আজ শনিবার সকালে এ হরতাল কর্মসূচির ঘোষণা করে খাগড়াছড়ি জেলা শাখা বাঙ্গালী ছাত্র পরিষদ।
বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সংগঠনটির বক্তারা বলেন, এখনো অপহৃত তিনজনের কোনো খোঁজ নেই। প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে। এর মাঝে সন্ত্রাসীদের গুলিতে বাঙালি যুবক সজিব হাওলাদারকে গুলি করে হত্যা করা হয়েছে। বিক্ষোভ মিছিল থেকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, রোববারের মধ্যে অপহৃত তিনজনকে উদ্ধার করতে না পারলে টানা ৭২ ঘণ্টা হরতাল পালন করা হবে।
বক্তারা হলেন, জেলা সভাপতি মাঈন উদ্দিন, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম।।