‘হোল্ডিং ট্যাক্স আদায়ের মাধ্যমে আয় বৃদ্ধি ছাড়া শুধুমাত্র সরকারি বরাদ্ধকৃত অর্থ বা কোন অনুদানে ইউনিয়ন পরিষদের উন্নয়ন অসম্ভব। তবে সেই হোল্ডিং ট্যাক্স নির্ধরণ হতে হবে অবশ্যই নিয়মতান্ত্রিক ভাবে। ট্যাক্স প্রদানে জনগনকে উদ্বুদ্ধ করা ছাড়া ট্যাক্স আদায় অসম্ভব। কোন প্রকার রাজনৈতিক বিবেচনা বা ভোট ব্যাংকের বিষয় চিন্তায় না রেখে ট্যাক্স নির্ধারণ আদায়ের ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দকে কাজ করতে হবে।’’
রোববার নাটোর প্রেস ক্লাব মিলনায়তনে এমএমসি নাটোর শাখার সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে আয়োজিত এক মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
এমএমসি আয়োজিত এ মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামান খান, ছাতনী ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ, ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন ও প্রেস ক্লাব সভাপতি রনেন রায় প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন এমএমসি প্রতিনিধি সাবিহা সবনম সুষমা।
এ সময় ইউপি সদস্যবৃন্দ ছাড়াও সাংবাদিক, এমএমসি নাটোর শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।