বৃটিশ প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগ বাংলাদেশী বংশোদ্ভূত নাইমুরের বিরুদ্ধে

Slider সারাবিশ্ব

116040_1512579683

ঢাকা:বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’কে হত্যা পরিকল্পনার অভিযোগে আটক বাংলাদেশী বংশোদ্ভূত নাইমুর রহমান নিজেকে নির্দোষ দাবি করেছে। এ অভিযোগে নভেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তার বিরুদ্ধে লন্ডনের একটি আদালতে সন্ত্রাসের অভিযোগ আনা হয়। এ সময় নাইমুর রহমান নিজেকে নির্দোষ দাবি করে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র বাসার সামনে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা নিয়েছিল নাইমুর।

এর ফলে যে বিশৃংখলা সৃষ্টি হতো সেখানে সেই সুযোগ ব্যবহার করতো নাইমুর। সে এই সুযোগে প্রবেশ করতে প্রধানমন্ত্রী তেরেসা মে’র অফিসে এবং তাকে হত্যা করতো। এ অভিযোগে শুক্রবার লন্ডনের ওল্ড বেইলি সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজির করা হয় তাকে। সেখানে ভিডিও কনফারেন্সে সে নিজেকে নির্দোষ দাবি করেছে। তবে এ মামলাটির শুনানি আগামী মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে যে, সে ডাউনিং স্ট্রিট পরিদর্শন করেছে। বৃটেনের জনগণের বিরুদ্ধে হামলা চালানোর অংশ হিসেবে সে বিস্ফোরকভর্তি একটি ব্যাগ ব্যবহারের পরিকল্পনা করছিল। এসব কথা বলা হয়েছে চার্জশিটে। তার বিরুদ্ধে মোহাম্মদ ইমরান নামে আরেক ব্যক্তিকে সহায়তা করার অভিযোগ আছে। মোহাম্মদ ইমরানকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দেয়ার জন্য উৎসাহিত করছিল সে। এ জন্য তাকে ভিডিও সরবরাহ করেছিল। ওদিকে ইমরানের বিরুদ্ধে ইসলামিক স্টেটে যোগ দেয়ার জন্য লিবিয়া সফরের পরিকল্পনা করছিল ইমরান এমন অভিযোগ আনা হলে সে নিজেকে নির্দোষ দাবি করে নি। উল্লেখ্য, ইমরান একজন বৃটিশ নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *