গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নয়া কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৪মে) সন্ধ্যা ৭টায় শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে নয়া কিমিটি গঠন উপলক্ষ্যে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি ও সাধারন সম্পাদক বার্ষিক রিপোর্ট পেশ করেন। পরে উপস্থিত সকল সদস্যের সম্মতিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে পাঁচ সদস্য বিশিষ্ট শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা কমিটিকে নয়া কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। আলোচনা শেষে উপদেষ্টা কমিটির সদস্য প্রবীন সাংবাদিক আলমগীর হোসেন রাত সাড়ে ৯টায় দ্বি-বার্ষিক (২০১৮-২০২০) সালের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষনা করেন।
নয়া কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ (যুগান্তর), সহ-সভাপতি এম রুহুল আমীন (সংবাদ), সাধারন সম্পাদক মোতাহার হোসেন খান (আজকালের খবর), যুগ্ন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (বর্তমান), সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক (ভোরের দর্পন), কোষাধ্যক্ষ সাইফুল আলম সুমন (আমার বার্তা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাঈম মেহেদী (সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজুল ইসলাম সানি (একুশে সংবাদ), ধর্ম বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান আকন্দ (শিরোমনি), কার্যনির্বাহী সদস্য মোক্তার হোসেন (এশিয়া বাণী), আনিছুর রহমান শামীম (সময়ের আলো) ও মোফাজ্জল হোসেন ভূঁইয়া (আজকের সংবাদ)।
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য যথাক্রমে প্রবীন সাংবাদিক আলমগীর হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, সাধারন সম্পাদক কাজী আকতার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ।
প্রেসবিজ্ঞপ্তি