কেউ পুলিশ দেখে পালিয়ে গেলে আমাদের কিছু করার নেই———-গাজীপুর এসপি

Slider ফুলজান বিবির বাংলা

EC-SP-Harun20160503191831

ঢাকা: গতরাতে একটি বেসরকারী টিভি চ্যানেলকে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম, পিপিএম (বার), বলেছেন, কাউকে হয়রানী করা হচ্ছে না। মাদক ও নাশকতার আসামী গ্রেফতার করা হচ্ছে আর এটা রুটিন কাজ। যা করা হচ্ছে তা নির্বাচন কমিশনের নির্দেশেই করা হচ্ছে। তিনি আরো বলেন, কেউ পুলিশ দেখে পালিয়ে গেলে আমাদের কিছু করার নেই।

সম্প্রতি ৪৫জন গ্রেফতার বিষয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, গাজীপুর শহর থেকে ৭কিঃ মিঃ দূরে একটি জায়গায় বনভোজনের ব্যানার দিয়ে জামাত-শিবির নাশকতার পরিকল্পনা করেছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে সেখানে গেলে তারা দৌড়ে পানিতে পড়ে যায়। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে বোমা ও ককটেল উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলাও আছে বলে জানান তিনি।

গাজীপুর খুলনার পুলিশ কর্মকর্ত প্রত্যাহারের দাবী সংক্রান্ত উপস্থাপকের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন,গাজীপুরে ৪০টি নির্বাচন হয়েছে এবং সব গুলো সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনও সুষ্ঠু হবে। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *