বৃদ্ধা মাকে হত্যার পর ছেলে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার সন্ধ্যায় ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃধারহাট সংলগ্ন কুদ্দুস মাওলানার বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ছেলে রেজাউল করিম দীর্ঘদিন ধরে তার মায়ের বসতভিটা বিক্রি করে টাকা দেয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। কিন্তু ওই জমি বিক্রি করতে রাজি না হওয়ায় রেজাউল করিম সন্ধ্যায় তার মাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। পরে মায়ের মৃত্যু নিশ্চিত করে সে একই ছুরি দিয়ে আত্মহত্যার জন্য নিজের পেটে আঘাত করে। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।