বার কাউন্সিলের সনদপ্রাপ্তরা ছাড়া নামধারী আইনজীবী বা দালালদেরকে সুপ্রিম কোর্ট থেকে উচ্ছেদে ব্যবস্থা গ্রহণে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হেসেন।
রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন বহিরাগত লোকেরা সুপ্রিম কোর্টে দালালের ভূমিকায় বিভিন্নভাবে মামলা মোকদ্দমার তদবির ও জাল জালিয়াতির সঙ্গে জড়িত। যারা আইনজীবী নয়।
মাহবুব হোসেন বলেন, ইতিমধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ ছাড়া হাইকোর্টে বিভিন্ন মামলার তদবিরকারক (একজন ক্লার্ক ও আইনজীবী নামধারী) ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। এসব লোকের কারণে সুপ্রিম কোর্টের অনিয়ম ও দুর্নীতি বেড়ে গেছে, যার ফলে বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনসহ বারের সদস্যরা উপস্থিত ছিলেন।