জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভার মধ্যে দিয়ে ৭ ডিসেম্বর রোববার মাগুরা মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকাল সাড়ে ১১টায় শহরে বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে এসে শেষ হয়। পরে আছাদুজ্জামান মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোল্লা নবুয়ত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এমএস আকবর এমপি, মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা শ্রীপুর বাহিনীর কমান্ডার আকরব হোসেন মিয়া, মুজিব বাহিনীর কমান্ডার আবু নাসির বাবলু প্রমুখ।