আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার প্রেম কাহিনী এবার পর্দা কাঁপাতে যাচ্ছে।‘সাউথসাইড উয়িদ ইউ’ নামের ছবিটি পরিচালনা করবেন রিচার্ড টান। টান নিজেই মুভিটির গল্প লিখেছেন। আর ট্রাসেই বিং ও স্টেফানি আলেইন এটি নির্মাণ করবেন।
আগামী বছর জুলাই মাসে শিকাগোতে ছবির শুটিং শুরু হবে।
আমেরিকার গণমাধ্যম ডেড লাইন জানিয়েছে, “ওবামা ও মিশেলের ১৯৮৯ সালের প্রেম ও তখনকার তাদের রোমান্সের উপরই মুভিটিতে ফোকাস করা হবে। এ বছরই গ্রীষ্মের এক পড়ন্ত বিকালে শিকাগোর দক্ষিণে মিশেলের সাতে ডেটিং করতে গিয়েছিলেন ওবামা।”
১৯৮৯ হাভার্ড ল এর এটি প্রতিষ্ঠানে চাকুরি করতেন মিশেল। একই প্রতিষ্ঠানে তার সহযোগী ছিলেন ওবামা।ঠিক এসময়টাতে মিশেলের প্রেমে মজে যান ওবামা। সাহস করে প্রস্তাব দিয়ে বসেন মিশেইলকে।
এ বিষয়ে মিশেইল বলেন, “আমরা দু’জন ঠিক পথ ধরেই হাঁটছিলাম। দিনের দিন পেরুতে লাগল, আর আমি ওবামাতে হারিয়ে গেলাম!”
তিন বছর নিজেদের মধ্যে মন দেয়া-নেয়ার পর ১৯৯২ সালের ৩ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেন ওবামা-মিশেল।
ছবি প্রসঙ্গে ট্রাসেই বিং বলেন, “স্টেফানি আর আমি এরকম একটা চমৎকার ছবির কাজ নিয়ে খুবি উত্তেজিত।এটা এ সময়ের সেরা প্রেম কাহিনী হবে।”
তিনি বলেন, “আমরা ছবিটির জন্য উপযুক্ত এক বারাক ওবামার সন্ধান করছি।”- দি হিন্দু।