ঢাকা: ‘আমাদের নেতা আমরা নির্বাচিত করেছি। যোগ্য নেতা বলেই তারেক রহমানকে নির্বাচিত করেছি। আমাদের পার্টির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দায়িত্ব নেবেন। এটাতে আপনাদের বলার কিছু নেই।’
বুধবার বিকেলে তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরই জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘তাঁরা (সরকার) আজ আমাদের দল সম্পর্কে সমালোচনা করেছেন। বলছেন, এত বড় দল, এমন কেউ নেই যে, সাজাপ্রাপ্ত ব্যক্তিকেই নেতা করতে হবে। উনি সাজাপ্রাপ্ত কোন মামলায়—যে মামলায় উনি খালাস পেয়েছিলেন। তাঁকে খালাস দেওয়ার অপরাধে ওই বিচারককে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।’
ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা সমস্ত সাজাপ্রাপ্ত লোকদের মন্ত্রিত্বে বসিয়ে রেখেছেন। আপনাদের মামলাগুলো নিজেরা তুলে নিয়েছেন। একটাও মামলা রাখেননি। আপনাদেরটাও থাকুক, অন্যদেরটাও থাকুক, কোর্ট নিরপেক্ষ হোক। দেখা যাক কী হয়।’
মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে বলেন, ‘ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ করছেন তাকে দেশে ফিরিয়ে আনবেন। এই ভয়গুলো আমাদের দেখাচ্ছেন কেন? দেশে যদি ফিরে আসতে হয়, উনি আসবেন। যেদিন উনি জন্মগত নাগরিক হিসেবে দেশে ফিরে আসবেন, সেই দিন আপনারা দেখবেন তাঁর জনপ্রিয়তা কত এবং মানুষ তাঁকে কত ভালোবাসে। সেই দিন দেখবেন কোটি কোটি মানুষ তাঁকে বরণ করার জন্য বিমানবন্দরে গিয়ে হাজির হয়ে গেছে।’
বিএনপির মহাসচিবের দাবি, তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে, একটি মামলারও ভিত্তি নাই।
বিএনপির নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করে ‘নাসিরউদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদ’। এতে সংগঠনের সভাপতি সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আখতার কল্পনা প্রমুখ।