রিয়ালের রেকর্ড জয়, রোনালদোর রেকর্ড হ্যাট্রিক

খেলা

image_159995._79562537_ronaldoসব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১৮ ম্যাচ জিতলো রিয়াল। শনিবার স্প্যানিশ লা লিগার খেলায় ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিক রেকর্ডের দিনে ৩-০ ব্যবধানে সেল্টা ভিগোকে হারিয়েছে মাদ্রিদ। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ধরে রাখলো কার্লো আনচেলাত্তির প্রশিক্ষণাধীন দলটি।

২০০৯ সালে ইংল্যান্ড থেকে লা লিগায় নাম লেখানোর পর গুণে গুণে ২৩টি হ্যাটট্রিক করে ফেললেন রোনালদো। যা লা লিগার সর্বোচ্চ। আগে যৌথভাবে এই রেকর্ডের ভাগিদার ছিলেন সাবেক রিয়াল কিংবদন্তি আলফ্রেড ডি স্টেফানো ও অ্যাথলেটিক বিলবাও আইকন তেলমো জারা। শনিবার ভিগোর জালে তিনবার বল জড়ানোর পর সাবেক ওই দুই কিংবদন্তিকে ছাড়িয়ে যান সিআরসেভেন।

তবে শনিবার সান্টিয়াগো বার্নাব্যুতে কেবলমাত্র রোনালদোই রেকর্ড গড়েননি। নতুন নজির স্থাপন করেছে রিয়াল মাদ্রিদও।এদিন  টানা জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার একটি রেকর্ডও স্পর্শ করে ফেলেছে মাদ্রিদের অভিজাতরা। ২০০৫-০৬ মৌসুমে কাতালন ক্লাবটি সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৮টি ম্যাচ জিতেছিল। কার্লো আনচেলাত্তির রিয়াল শনিবার সেটাই ছুঁয়ে ফেললো।

৮০ হাজার দর্শকের উপস্থিতিতে খেলার ৩৬ মিনিটে লিড পায় রিয়াল। পেনাল্টি থেকে স্কোরলাইন ১-০ করেন সিআরসেভেন। দ্বিতীয়ার্ধে ফিরে ৬৫ মিনিটে টনি ক্রুসের শট থেকে বল পেয়ে ব্যবধান বাড়ান পর্তুগিজ ইন্টারন্যাশনালই। এরপর শেষ বাঁশি বাজার ৯ মিনিট আগে মার্সেলোর কাছ থেকে বল পেয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। এদিন লা লিগায় ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন রোনালদো।

এই জয়ের ফলে ১৪ ম্যাচ শেষে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *