পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থ সহায়তা

অর্থ ও বাণিজ্য

image_160046.dinajpur_07_12_2014_(2)ক্ষুদ্র ঋনের মাধ্যমে দারিদ্র দুরিকরনে আয়বর্ধক প্রকল্পের পাশাপাশি পিছিয়ে পড়া পরিবারের মাঝে শিক্ষা এবং চিকিৎসা সেবায় অর্থ সহায়তা দিচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের নামের একটি সংস্থা। আজ রবিবার পর্যন্ত দু’দিন ব্যাপী দিনাজপুরের নারী উন্নয়ন কেন্দ্রীক বেসরকারি উন্নয়ন সংস্থা মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্রের কর্ম এলাকা পরিদর্শন করেছেন সংস্থার কর্মকর্তারা। ওই কর্মসূচি বাস্তবায়নে দিনাজপুরসহ সারাদেশে আড়াইশত বেসরকারি সহযোগি সংগঠনকে অর্থ সহায়তা দিচ্ছে দাতা সংস্থাটি। আজ সকালে সংস্থার কর্ম এলাকা দিনাজপুর জেলা সদরের শশরা ইউনিয়নে নারী সমাবেশের আয়োজন করা হয়। এসময় সংস্থার দরিদ্র সদস্যদের চিকিৎসা সেবার খোজ খবর নেন তারা। সংস্থাটির অর্থ সহায়তায় ভিক্ষুকদের উপার্জনশীল কাজে সম্পৃক্ত করে ইউনিয়নটিকে ভিক্ষুক মুক্ত করার প্রকল্প বাস্তবায়ন করছে ওই নারী সংস্থাটি।

দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক রাজিয়া হোসেন। এতে বক্তব্য দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, উপ ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের, পুলিশ সুপার রুহুল আমিন এবং দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা। এসময় সদস্য পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য বৃত্তি এবং অসুস্থের চিকিৎসার ব্যয়ভারের বীমার চেক বিতরণ করেন তারা।

এর আগে ফাউন্ডেশনের অর্থ্যায়নে দিনাজপুর শহরের বালুবাড়ীতে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্রের নব নির্মিত তিনতলা ভবনের ফলক উম্মোচন করেন অতিথিরা। এতে ব্যয় হয়েছে প্রায় দুইকোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *