ঢাকা: ২৪টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সীমানাতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যে ২৪টি আসনের সীমানার পরিবর্তন এসেছে সেগুলো হল—নীলফামারী ৩, ৪, রংপুর ১, ৩, কুড়িগ্রাম ৩, ৪, সিরাজগঞ্জ ১, ২, খুলনা ৩, ৪, জামালপুর ৪, ৫, নারায়ণগঞ্জ ৪, ৫, সিলেট ২, ৩, মৌলভীবাজার ২, ৪, ব্রাক্ষণবাড়িয়া ৫, ৬, কুমিল্লা ৯, ১০, নোয়াখালী ৪, ৫।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনের সচিব হেলালউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।