ঢাকা:বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয় ঘেরাও করায় উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে প্রবেশ করতে না পারায় অচলাস্থা দেখা দিয়েছে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক লাঞ্ছনার বিচার, অ্যাক্টবিরোধী স্ট্যাটিটিউট, সিন্ডিকেট পরিচালনায় বিধিলঙ্ঘনের প্রতিবাদ ও প্রক্টরিয়াল বডির অপসারণের দাবিতে সকাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্যের কার্যালয় অবরোধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষকরা।
অবরোধের কারণে বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম। এ সময় কর্মকর্তা–কর্মচারীরা নিজ নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। এ ছাড়া নিজ কার্যালয়ে আসেননি উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম। সকাল থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।