অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের বিপন্ন প্রবাল প্রাচীর বাঁচাতে বিপুল পরিমাণ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
রবিবার সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার ‘গ্রেট ব্যারিয়ার রিফ’কে নতুন করে গড়ে তুলতে ও জলের স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রায় ৩৩ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। সঙ্গে অবশ্যই স্টারফিশ থেকে প্রবালকে রক্ষা করতে যথার্থ ব্যবস্থা নেওয়া হবে।
শক্তি-শিল্প মন্ত্রী জোশ ফ্রাইডেনবার্গ জানিয়েছেন, দেশের উপকূলবর্তী চাষীদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের সকলকেই চাষের ক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। সেডিমেন্ট, নাইট্রোজেন ও বিষাক্ত রাসায়নিক জলের সঙ্গে মিশে প্রবাল প্রাচীর নষ্ট করে দেয়। অন্যদিকে, স্টারফিশের বংশবৃদ্ধিতে এই রাসায়নিকগুলি অত্যন্ত অনুঘটকের কাজ করে।জলের দূষণ, অম্লতা বৃদ্ধি ও প্রবালভোজী ক্রাউন অফ থ্রনস স্টারফিশের বংশবৃদ্ধির ফলে ব্যারিয়ার রিফ এখন বিপন্ন।