একাই কাটাচ্ছিলেন জীবনটা। মাঝেমধ্যেই মনে হতো, কত দিন আর একা থাকব! একটা জীবনসঙ্গী থাকলে ভালো হয়। হঠাৎ জুটেও গেল। মনের ইচ্ছে পূরণের আনন্দে তখন ‘Love in the air’। কিন্তু সফল প্রেমের আনন্দের ঘোর কাটতেই জীবন হয়ে উঠল দুর্বিসহ। সেই জীবনসঙ্গীই যেন ক্রমেই হয়ে উঠছে ত্রাস। আপনি হয়ত জানতেন না বা এখনো বুঝতে পারছেন না আপনার প্রিয় সঙ্গী আসলে ‘Psycho’ (সাইকো)।
তার ব্যবহার এতটাই অস্বাভাবিক যে, একটা সুস্থ সম্পর্ক আপনার কাছে অত্যাচার হয়ে দাঁড়িয়েছে। যেমন আপনার সঙ্গী বা সঙ্গিনী হয়ত খুব মিথ্যে কথা বলেন। নিজের স্বার্থ বুঝলে আপনার সঙ্গে খুব ভালোবেসে কথা বলেন, অথচ তার স্বার্থে আঘাত লাগলেই বা আপনার কোনো প্রয়োজন পড়লে তার ব্যবহার তিক্ত হয়ে যায়।
এই ধরনের কিছু ঘটলে খুব সতর্ক হন। যদি কারো সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে, তার মানসিক দিকটাও ভালো করে চিনে নিন। কী ভাবে? জেনে নিন চারটি লক্ষণ, যার দেখেই আপনি বুঝতে পারবেন, আপনার হবু জীবন সঙ্গী বা সঙ্গিনী psycho (সাইকো) কিনা।
১. নূন্যতম সহানুভূতির অভাব
যদি দেখেন আপনার সঙ্গী বা সঙ্গিনীর ন্যূনতম আবেগ নেই। তার শুধু একটাই বক্তব্য, তিনি আপনাকে হারালে পাগল হয়ে যাবেন। এই ধরনের কোনো লক্ষণ দেখলেই সাবধান হয়ে যান। না-হলে ওই psycho ব্যক্তি বা মহিলার সঙ্গে কাটাতে গিয়ে আপনারও মানসিক অবস্থা বিগড়ে যেতে পারে। শান্তি বলে কিছুই থাকবে না।
২. মিথ্যে কথা
দেখা হওয়ার প্রথম দিন থেকেই কি লক্ষ্য করছেন, আপনার সঙ্গী বা সঙ্গিনী কারণে, অকারণে মিথ্যে কথা বলেন? যদি আপনার সঙ্গী যতক্ষণ আপনার সঙ্গে সময় কাটান, বেশির ভাগ কথাই খুব আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যে বলেন, তাহলে অবিলম্বে সতর্কতা প্রযোজন। কারণ ‘psycho’ ব্যক্তিরা প্রচণ্ড মিথ্যে কথা বলে থাকেন।
৩. ঠিক-ভুল বোধ নেই
যদি দেখেন আপনার সঙ্গীর ঠিক-ভুল বোধ একেবারেই নেই, বিষয়টা কিন্তু তাহলে চিন্তার। Psychopath হওয়ার এটাও একটা অন্যতম লক্ষ্যণ।
৪. দুঃখজনক রসিকতা
আপনার সঙ্গি বা সঙ্গিনীর রসিকতায় কি বারবার মানসিক আঘাত লাগে? নিরীহ প্রাণীদের অকারণে মারধর করে আনন্দ পায়? আপনার সঙ্গে রাস্তায় বেরোলে একটুতেই অন্য লোকের সঙ্গে ঝামেলা করেন বা প্রচণ্ড অশ্রাব্য কথা বলেন?
মাথ গরম করে অনেক সময় মারপিটও করেন? ই লক্ষণগুলি দেখলে আগেভাগেই সতর্ক হয়ে গেলেই আপনার মঙ্গল। মনোবিদরা বলছেন, Psycho হওয়ার এগুলি অন্যতম কারণ। অতএব ওই ব্যক্তির থেকে দূরে থাকুন। জীবন উপভোগ করুন।