সেই ছেলেটি
————–তরিকুল ইসলাম
কলম ছিলো সঙ্গে বলে সার্থক আজ সে,
অতীতের ইতিহাস কী?জানি আমি তাকে।
একসময় দুর্দশায় ধরেছিল ভ্যান রিকশার হ্যান্ডেল,
লুকোচুরি সম্মানে দিন পার,পায়ে ছিল চটি স্যান্ডেল।
ঘরের চালের ছিদ্র দিয়ে পরতো পানি বর্ষায়, নড়বড়ে চকি,
শক্ত বালিশ সঙ্গী রাতি সজ্জায়।
গায়ের কাপড় রাখতো তুলে ময়লা হবে বলে,
সেই কাপড়ে ভার্সিটিতে লেখাপড়া করে চলে।
বুকের কষ্ট রাখতো ঢেকে মুখের হাসি দিয়ে,
গরমকালে কাপড় ভিজে ঘাম পরতো চুয়ে।
খাবার মেনুতে সাচ্ছন্দে ডাল,ভর্তায় খুশি,
টাকা বাচাতে চুল না কেটে গুছিয়ে রাখতো বেশি।
পেরেছিল কলম ধরে রাখতে,তাই আজ কালির মূল্য প্রচুর,
ঠান্ডা ঘরে বসে চাকরিতে আজ সার্থক দিনমজুর।
টাকা খুজতে বের হতো যে তাকেই আজ টাকা খোজে,
দুঃসম্পর্কের আত্মীয় সব তার পরিচয়ে রাজে।
চাপা কষ্ট গিয়েছে ঘুচে এখন খুশির বন্যা,
যোগ্যতায় পেয়েছে অর্থ-সম্পদ সাথে বড় ঘরের কন্যা।
সকলকে মূল্য দিও কাউকে অবহেলা করিও না,
মনে রাখবে একটি কথা দুঃসময় চিরদিন থাকে না।