১৫ ডিসেম্বর নিউ ইয়র্কে মুক্তিযোদ্ধা সংসদের বিজয় উল্লাস

সারাবিশ্ব

image_109305_0বিজয়ের ৪৪ বছর উদযাপনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড। আগামী ১৫ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হবে এ বিজয় উল্লাস। স্থানীয় জ্যাকসন হাইটসের পালকী সেন্টারে এ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খবর বার্তা সংস্থা বাংলা প্রেসের।

বিজয় উৎসবের প্রস্তুতির লক্ষ্যে গত ৪ ডিসেম্বর স্থানীয় একটি রেস্তোরাঁয় মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের এক আহ্বায়ক কমিটি ও বিজয় দিবস উদ্যাপন কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহবায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী ও পরিচালনা করেন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল বারী।

প্রথমবারের মতো জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতিতে ১৫ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ১২:১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করার সিদ্ধান্ত নেয়া হয়। মুক্তিযুদ্ধের সপক্ষের সকল রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক সংগঠনকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুষ্পস্তবক অর্পণের আমন্ত্রন জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ।

আলোচনায় সভায় আরো বক্তব্য দেন সর্ববীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমদ, মীর আব্দুল কাদির, মো. শরীফ উদ্দিন, আক্তারুজ্জামান, এ.বি.এম ছিদ্দিক, আশরাফুল হোসেন মৃধা, মিজবাহ উদ্দিন আহমেদ, দেবেন্দ্র চন্দ্র দাশ, এবিএম ছিদ্দিক (চেয়ারম্যান), আমানত উল্লাহ, এম. রহমান (খুররম) ও আলেয়া শরীফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *