সাংবাদিককে মারতে তেড়ে গেলেন শামীম ওসমান!

Slider টপ নিউজ

shamim-osman_0

নারায়নগঞ্জের স্থানীয় এক সাংবাদিককে মারতে তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব শাসনগাঁও এলাকার বিসিক শিল্পনগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন উদ্যোগ নেয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা শামীম ওসমান, সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা বেগম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের, সদর উপজেলা প্রকৌশলী খুরশিদ আলম।

ওই সময় ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেমের ব্যক্তিমালিকানাধীন জায়গায় সমঝোতার মাধ্যমে নালা নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এ সময় অনলাইন নিউজ পোর্টাল ‘লাইভ নারায়ণগঞ্জ’-এর প্রধান নির্বাহী কামাল হোসেন ব্যক্তিমালিকানাধীন জমিতে আবার নালা নির্মাণ সম্পর্কে প্রকৌশলীকে একটি তথ্য জানাতে গেলে শামীম ওসমান উত্তেজিত হয়ে তাকে (কামাল হোসেন) মারতে তেড়ে যান। শামীম ওসমান সাংবাদিক কামাল হোসেনকে অকথ্য ভাষায় গালাগাল করেন।

তবে শামীম ওসমান তার ভুল বুঝতে পেরে পরে দুঃখ প্রকাশ করেছেন। এমনটাই জানিয়েছেন সাংবাদিক কামাল হোসেন। তিনি বলেন, শামীম ওসমান তার ভুল বুঝতে পেরে মুঠোফোনে আমাকে ডেকে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, সাংবাদিক কামাল হোসেনের সঙ্গে শামীম ওসমানের ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *