‘কারা সেখানে গিয়েছিলেন তা যাচাইবাছাই করে দেখা হচ্ছে’

জাতীয়

image_160036.govtরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তাঁদের সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, গোয়েন্দা প্রতিবেদনসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য পরীক্ষা ও যাচাইবাছাই করে দেখা হচ্ছে।
আজ রবিবার নিজ কক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়নি। কমিটি গঠনের আগে যেসব প্রাথমিক কাজ করা প্রয়োজন তা জনপ্রশাসন মন্ত্রণালয় করছে। তিনি বলেন, সরকারি কর্মকর্তা, কর্মচারীদের এ ধরনের আচরণ কাম্য নয়। তাঁরা শৃঙ্খলা ভাঙতে পারেন না। তাই সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখা হচ্ছে। এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কারা সেখানে গিয়েছিলেন এবং ঘটনার সত্যতা কতটুকু তা যাচাইবাছাই করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *