উলিপুরে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

Slider রংপুর

উলিপুরে-শিলাবৃষ্টিতে-600x337

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার দুপুরে শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকা বোরো ধান ক্ষেত মাটিতে পড়ে যায়। পাট ক্ষেত দুমড়ে-মুচড়ে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলার হাতিয়া ইউনিয়নের নয়াডারা, হাতিয়া ভবেশ, কামারটারী, ধামশ্রেনী ইউনিয়নের নাওড়া, দড়িচর, ধরনীবাড়ি ইউনিয়নের মধুপুর, কিশামত মধুপুর, দলদলিয়া ইউনিয়নের সরদারপাড়া, রাজারাম, দলবাড়ীরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বোরো ধান ক্ষেত মাটিতে পড়ে গেছে। সেইসাথে ব্যাপক শিলাবৃষ্টিতে বোরো ধান ঝড়ে পড়ে গেছে।

সরদারপাড়া গ্রামের চাষি সমশেল জানান, ব্রি-২৮ জাতের ধান এমনিতে নষ্ট হয়ে গেছে। শীষ শুকিয়ে সাদা হয়েছে। তার উপর শিলা বৃষ্টি। এবার কপালে যে কী আছে আল্লাই জানেন। এছাড়া অনেক এলাকায় গাছপালা ভেঙ্গে যাওয়ারও খবর পাওয়া গেছে।

উপজেলা কৃষি অফিসার অশোক কুমার রায় জানান, প্রায় ৫০ মিঃ মিটার বৃষ্টিপাত হয়েছে। ক্ষয়ক্ষতির খবর নেয়া হচ্ছে।

এদিকে, উলিপুর পৌরসভার বিভিন্ন রাস্তা পানিতে জমে গেছে। উলিপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মেয়রের বাসাগামী ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে পানি জমে থাকায় স্কুলগামী শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয়। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় শহরবাসিকে দূর্ভোগ পোহাতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *