মঙ্গলবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। গত বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এই মৌসুমে শুরু থেকেই অফ কালার। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে মুম্বইয়ের জয় মাত্র একটিতে।
চারটি ম্যাচেই হারতে হয়েছে গত বারের চ্যাম্পিয়নদের। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের সপ্তম স্থানে আছে রোহিত শর্মার দল। আর আজকের ম্যাচে সেই মুম্বাই মুখোমুখি হয় হায়দ্রাবাদের।
প্রথমে ব্যাট করতে নেমেই সেই মুম্বাইকে ঝেপে ধরে মুম্বাইয়ের বোলাররা। মুম্বাইয়ের বোলারদের তোপে হায়দরাবাদের ইনিংস শেষ হয় মাত্র ১১৮ রানে। এই ম্যাচে ১ উইকেট পেলেও সবচেয়ে ইকোনমি কম ছিলো মুস্তাফিজের। ৩.৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজ।
তার ইকোনমি ছিলো ৪.৯০। জাস্প্রতি বুমরাহ দিয়েছেন ৪ ওভারে ২৫ রান। নিয়েছেন ১ উইকেট। তার ইকোনমি ছিলো ৬.২৫। ম্যাক্লানাঘানের ইকোনমি ছিলো ৭.৩৩, মারকান্দের ৫.০০,ক্রুনাল পান্ডিয়ার ৬.৬৬ এবং হার্দিকের ছিলো ৭.০০। ইকোনমি রেটে আবারও সবার সেরা বোলার মোস্তাফিজ।