ইন্দোনেশিয়ায় একটি তেলের কূপে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে দেশটির আচেহ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আচেহ প্রদেশের আবাসিক এলাকায় আচমকা দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনটি বাড়ি পুড়ে যায়। ভোর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, অন্তত ১০ জনের লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ইস্ট আচেহ প্রদেশে ছোট ছোট অনেক তেলের খনি রয়েছে। অনেক সময় গ্রামবাসী সেখান থেকে অবৈধভাবে তেল উত্তোলন করে। এরকমই কোনও একটি তেলকূপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।