আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে নিজেদের আধিপত্য ধরে রেখেছে রিপাবলিকানরা। সর্বশেষ লুসিয়ানার লড়াইয়েও ডেমোক্রেট প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছে রিপাবলিকান প্রার্থী। আর এ জয়ের মাধ্যমে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল রিপাবলিকান। সিনেটের ১০০ টি আসনের মধ্যে এখন রিপাবলিকান ৫৪ টিতে জয়ী।
লুসিয়ানার দুই আসনেই ডেমোক্রেটদের বিরুদ্ধে জয় পেয়েছে রিপাবলিকান। ২০০৬ সালের পর এই প্রথম কংগ্রেসের উভয়পক্ষে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে রিপাবলিকানরা।
প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি জন অসন্তুষ্টির কারণেই লড়াইয়ে ডেমোক্রেট প্রার্থী সিনেটর লেরি ম্যানড্রিউ হেরেছেন বলে ধারণা করা হচ্ছে। আগামী দুই বছর দেশ চালাতেই এখন দারুণ বিপাকে পড়তে হবে ওবামাকে। কারণ যেকোনো প্রস্তাবনাতেই বাধা দেবার পুরো নিয়ন্ত্রণ এখন রিপাবলিকানদের রয়েছে।