রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.শহিদুল ইসলাম মোল্লা প্রতি মাসেই একটি করে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তার পদক ও সম্মাননা স্বারক নিজের সফলতার ঝুঁড়িতে তুলছেন।
সোমবার ঢাকা রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় এ পদক, সম্মাননা স্বারক ও আর্থিক পুরুষ্কার আনুষ্ঠানিক ভাবে এসআই শহিদুল ইসলাম মোল্লার হাতে তুলে দেন ডিপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন (পিপিএম)। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি মো.আনোয়ার হোসেন, আবুল কালাম সিদ্দিক, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদসহ ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারগণ।
যে কারনে তিনি শ্রেষ্ঠ হলেন, হত্যা, ডাকাতি, ধর্ষণ, ছিনতাই, অপহরণের মত বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করে রহস্য উদঘাটন করেন তিনি। এমনও কিছু মামলা রয়েছে যা মাত্র ১০ দিনের মধ্যে রহস্য উদঘাটন করে মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করে। এবং পরে ওই আসামী তাঁর ভুল বুঝতে পেড়ে আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দেয়।