আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য এলিস্টার কুককে অধিনায়ক রেখে গতকাল ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
তার নেতৃত্ব ও ব্যাট হাতে ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও বর্তমানে শ্রীলংকা সফরে ওয়ানডে সিরিজে দলের নেতৃত্ব দেয়া কুকই আগামী বছর বিশ্বকাপে দলের নেতৃত্ব দেবেন বলে আগেই নিশ্চিত করেছিলেন ইংল্যান্ডের জাতীয় দল নির্বাচক জেমস হুইটাকার।
শ্রীলংকা সফরে সকলে পছন্দেই ওপেনার হিসেবে কুক দলে যোগ দেয়ায় নিজেদের পরিকল্পনা য় কোন পরিবর্তন আনেনি ইংল্যান্ড নির্বাচকরা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা সফরে হাঁটুতে আঘাত পেয়ে বর্তমানে সুস্থ হয়ে ওঠার পথে থাকা দুই ফ্রন্ট লাইন পেসার স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনও দলে সুযোগ পেয়েছেন।
আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হতে যাওয়া এ মেগা ইভেন্টের প্রাথমিক দল থেকে বাদ পড়া উল্লেখযোগ্য খেলোয়াড় হলেন জনাথন ট্রট।
মানসিক অবসাদের কারনে গত বছর অ্যাশেজ সিরিজ শেষ না করেই দেশে ফিরে আসেন ট্রট। তবে পুনরায় মাঠে ফিরে ঘরোয়া ইংলিশ ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে বেশ ভালই করছিলেন করছিলেন এ ব্যাটসম্যান।
ইংর্কশায়ার থেকে বিশ্বকাপ প্রাথমিক দলে সুযোগ পাওয়া অন্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন-গ্যারি ব্যালেন্স, জনি বেয়ারস্টো, টিম ব্রেসনান, জ্যাক ব্রুকস, লিয়াম প্লানকেট এবং আদিল রশিদ।
গত সেপ্টেম্বরে এজবাস্টনে ভারতের বিপক্ষে টি-২০তে আন্তর্জাতিক অভিষেক হওয়া সারে ব্যাটসম্যান জেসন রয়ও আছেন ৩০ সদস্যের দলে।
৩০ সদস্যের প্রাথমিক দল: মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালেন্স, ইয়ান বেল, রবি বোপারা, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, জ্যাক ব্রুকস, জস বাটলার, এলিস্টার কুক (অধিনায়ক), স্টিভেন ফিন, হ্যারি গার্নি, এ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, ক্রেইগ কিসওয়েটার, ইয়োইন মরগান, স্টেফেন প্যারি, সামিত প্যাটেল, লিয়াম প্লানকেট, বয়েড র্যানকিন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস টেইলর, জেমস ট্রেডওয়েল, জেমস ভিন্স, ক্রিস ওকস ও লুক রাইট।