বিভ্রান্তি
তরিকুল ইসলাম
বিভ্রান্তিতেই কাটিয়ে দিলাম জীবনের অর্ধেক,
বাকি যেটুকু আছে,পূর্ণ তাতে আবেগ।
পাবো কি পাবো না,হবে কি হবে না,
এই ভেবে যত দ্বন্দ,
গান,কবিতা,নীতিকথা লেখা করিনি কখনো বন্ধ।
খাওয়ার মাঝে,মা-ভাত নিতে বললে পরেছি বিভ্রান্তিতে,
নিবো কি নিবো না,খাবো কি খাবো না অদ্ভুত পরিস্থিতিতে।
জামা,কাপড় কিনতে গেলে বিভ্রান্তির নেই শেষ,
ঘুরেফিরে মায়ের পছন্দে কিনে বাড়ি ফিরি অবশেষ।
টেবিলেতে গোছানো অনেক বই পড়ার মত আছে,
বিভ্রান্তি তখন এসে বলে কোনটা আগে কোনটা পিছে।
বুঝছো কি তুমি অঙ্কখানি শিক্ষক আমায় বলে,
বুঝেছি কি না-তাও বুঝিনা এভাবে আর কত চলে।
ভালবাসি কথাটি বলার মাঝে অনেক ব্যপার লুকিয়ে,
বলবো কিনা,ভাববে কি জানিনা বিভ্রান্তি এ নিয়ে।
ছোটবেলায় বলতো সবাই,বড় হয়ে কি হবে বাবু?
প্রশ্ন শুনেই বিভ্রান্তিতে হয়ে যেতাম কাবু।
কবিতা লিখতে মন বলছে কত লাইন লিখবি?
ঘড়ি বলছে থেমে যা আসল কাজ কবে করবি।
ঘুমালে যেমন দুর হয়ে যায় থাকে যত ক্লান্তি,
হয়তো এভাবে ঘোর কেটে যাবে দূরে রবে বিভ্রান্তি।