হাসপাতালে চিকিৎসা নিলেন ওবামা

টপ নিউজ সারাবিশ্ব

image_109310_0গলার সমস্যা নিয়ে গতকাল হাসপাতালে গিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসের প্রেস সচিব জোস আর্নেস্ট ও প্রেসিডেন্টের চিকিৎসক জ্যাকসন এ তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসার জন্য ওয়াশিংটন ডিসির ওয়ালটার রিড মেডিকেল সেন্টারে যান ওবামা।
গত দু্’ সপ্তাহ ধরেই গলার সমস্যার কথা জানিয়ে আসছিলেন ওবামা। এতে তার ব্যক্তিগত চিকিৎসক তাকে ওয়াশিংটন ডিসির ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে পরীক্ষার কথা সুপারিশ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতেই হাসপাতালে গেলে ওবামার গলায় ফাইবার অপটিক টেস্ট করানো হয়। টেস্টে তার গলায় স্রেফ এসিডজনিত প্রদাহ সমস্যা ধরা পড়ে। এটা ওবামার গুরুতর স্বাস্থ্যগত সমস্যা নয় বলে হোয়াইট হাউস জানিয়েছে।

চিকিৎসক জ্যাকসন জানান, “এটা ছিল প্রেসিডেন্টের স্বাভাবিক স্বাস্থ্যগত ব্যাপার । বড় ধরনের কোন সমস্যা ছিলো না।”

ফোর্ট বেলভোয়া মেডিকেল সেন্টারের একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞ ওবামার গলায় ফাইবার অপটিক পরীক্ষাটি করেন। হাসপাতালের এক বিবৃতিতে পরীক্ষার ফলাফল স্বাভাবিক বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে ওবামার গলায় সিটি স্ক্যান করার কথাও বলা হয়েছে বিবৃতিতে। গতকাল দুপুরের পর ওবামার গলার সিটি স্ক্যান করা হয়েছে বলে হোয়াইট হাউস মেডিকেল ইউনিটের পরিচালক জানিয়েছেন। ওবামার স্রেফ কাজের সূচির সুবিধার্থেই এমনটি করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত জুন মাসে ওবামার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। আর তাতে কোন ধরনের সমস্যা ধরা পড়েনি। তিনি আগে ধুমপানে অভ্যস্ত ছিলেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *