কলকাতা প্রতিনিধি: স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অভিশংসনের প্রস্তাবে ৭১ জন এমপি স্বাক্ষর করেছেন। প্রধান বিচারপতি দীপক মিশ্রকে অভিশংসনের জন্য কংগ্রেস, দুই বাম দল, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টিসহ সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার ৭১ একজোট হয়ে তাদের প্রস্তাব রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুর কাছে পেশ করেছেন।
প্রধান বিচারপতির নেতৃত্বে লোয়া-মামলার রায় ঘোষনার পরের দিনই এই প্রস্তাব পেশ করা হযেছে। বিরোধীদের অভিযোগ, লখনউয়ের মেডিক্যাল কলেজের পরিচালন সংস্থা প্রসাদ এডুকেশনাল ট্রাস্টের কর্তারা সুপ্রিম কোর্ট ও এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিদের বিশেষ সুবিধা দিয়ে সুবিধেজনক রায় হাসিলের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। এর সঙ্গে যুক্ত ছিলেন দীপক মিশ্র। আরও বেশ কিছু অভিযোগ রয়েছে প্রধান বিচারপতির বিরুদ্ধে। বিজেপির বক্তব্য, মনমোহন সিং অভিশংসনে আপত্তি তুলেছেন।
তাই তিনি সই করেননি। আপত্তি আছে চিদম্বরম, অভিষেক মনু সিঙ্ঘভিদেরও। তবে কংগেস জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে মনমোহনকে এতে সামিল করা হয়নি। কিন্তু রাহুল গান্ধী, সনিয়া এবং মনমোহনের পূর্ণ সম্মতি রয়েছে। যাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাঁদেরও সই নেওয়া হয়নি। তবে রাজ্যসভার চেয়ার পারসন এই প্রস্তাব গ্রহন করবেন নাকি খারিজ করবেন তা নির্ভর করছে তার মতামতের উপর। তবে বিরোধীদের পক্ষে জানানো হয়েছে, মাসখানেকের মধ্যে কোনও সিদ্ধান্ত নেওয়া না হলে বিরোধীরা ফের সংসদে সোচ্চার হবেন। তবে অভিশংসন প্রক্রিয়া খুবই সময় সাপেক্ষ ব্যাপার। ফলে ২ অক্টোবর দীপক মিশ্রের অবসরের আগে প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া কঠিন।