বাংলাদেশে একটি নতুন সরকার মসৃণভাবে পালাবদল করবে : চীন

Slider সারাবিশ্ব

untitled-1_2146

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুখ খুললেন ঢাকাস্থ চীনের অর্থনৈতিক ও বাণিজ্য কাউন্সিলর লি গুয়ংজুন। তিনি বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন হোক এটা চায় চীন। এছাড়া আগামী নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি। আশা করি- এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন সরকার মসৃণভাবে পালাবদল করবে।’

বৃহস্পতিবার ঢাকাস্থ চীনের দূতাবাসে ‘পাবলিসিটি অব চায়না ইন্টারন্যাশনাল এমপোর্ট এক্সপো অ্যান্ড বাইল্যাটারেল ইকোনমিক কোঅপারেশন’ বিষয়ক প্রেস কনফারেন্সে এসব কথা বলেন গুয়ংজুন।

তিনি বলেন, ‘আগামী দিনে বাংলাদেশে চীনের বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়বে। এরই মধ্যে চীন বাংলাদেশে প্রচুর বিনিয়োগ করতে শুরু করেছে। তাই রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আমাদের উদ্বেগ থাকবে।’

লি গুয়ংজুন বলেন, ‘নভেম্বরে চীনের সাংহাই শহরে এ আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হবে। এ মেলা বিশ্ব জনগণের জন্য প্রতিশ্রুতি দিচ্ছে ভালো মানের পণ্য সরবরাহ করতে। মেলায় সব দেশ একে অন্যের সঙ্গে যুক্ত হতে পারবে। বলা যেতে পারে- এটি একটি উন্মুক্ত মঞ্চ যেখানে সবাই স্বাগত। এখানে শুধু চীনের পণ্য নয় বিশ্বের যেকোনো দেশের পণ্য প্রদর্শন করা যাবে।’

তিনি বলেন, ‘২০১৮ সাল চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ চীনে এ বছর নির্বিঘ্নে নতুন সরকার ক্ষমতায় এসেছে।’ এছাড়া বাংলাদেশ নিম্ন মধ্যআয়ের দেশে উত্তরণ করায় শুভেচ্ছা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *