শরীরে গজাচ্ছে নখ!

বিচিত্র

nডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেম্ফিসে থাকেন শানইনা ইসম। বিরল এক রোগে ভুগছেন তিনি। সম্ভবত পৃথিবীর একমাত্র আক্রান্ত এই ২৮ বছরের তরুণী।
এ যেন রূপকথার রাজকুমারীকে দেয়া ডাইনির অভিশাপ! তারা সারা গায়ে লোমের বদলে বের হচ্ছে নখ!! বারবার কাটা সত্ত্বেও হেয়ার ফলিকলস থেকে জন্ম নিচ্ছে নখ। এ রোগ এখনও শনাক্ত করতে পারেননি চিকিৎসকরা।
এই উপসর্গের শুরু ২০০৯ সালে। হাঁপানি হয় শানাইনার। তাকে স্টেরয়েড দেয়া হয়। তারপরেই অ্যালার্জির কারণে শয্যাগত হয়ে পড়েন। বহুদিন চিকিৎসায় উঠে বসার ক্ষমতা ফিরে আসে। কিন্তু স্টেরয়েডের প্রভাবে সারা গায়ে লোম বা চুলের বদলে বের হতে থাকে নখ।
চিকিৎসা শাস্ত্রে এমন কোনও পরীক্ষা নিরীক্ষা নেই‚ যেটা শানাইনার ওপর করা হয়নি। কিন্তু রোগের রহস্য বুঝতে পারেননি চিকিৎসকরা। তারা এখনও অন্ধকারে। স্টেরয়েডের প্রভাবে কেন এমন হলো চিকিৎসকদের কাছে সে এক রহস্য।
রোগের জেরে শানাইনার মাথার সব চুল উঠে গেছে। পরচুলা বা টুপি পরে সে। সেগুলো দিয়েই ঢাকতে হয় মাথাভর্তি নখ। এই বিরল এবং জটিল রোগের চিকিৎসা করতে করতে শানাইনার পরিবার দেউলিয়া। তবু চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিজন এবং বন্ধুবান্ধবরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *