এবারের টুর্নামেন্টে এর আগে জিততে জিততেও জেতা হয় নি মুম্বাই ইন্ডিয়ান্সের। কিন্তু আজ আর কোনো ভুল হলো না। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪৬ রানের বড় ব্যবধানে হারিয়ে এবারের আসরে প্রথম জয় তুলে নিল মুস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্স।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বিরাট কোহলি। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মার ৫২ বল ৯৪ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ২০ ওভারের ২১৩ রান তুলেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত ছাড়াও ৪২ বলে ৬৫ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এভিন লুইস। একটি চার ও দুটি ছয় সহযোগে ৫ বলে ১৭ রান করে নট আউট থাকেন হার্দিক পান্ডিয়া।
জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ৬২ বল মোকাবেলায় ৯২ রানের ঝড় তোলা ইনিংসও তাদের জেতাতে পারল না। নিয়মিত বিরতিতে উইকেট পরায় কোহলির সঙ্গে বড় একটা জুটি বাধার কেউ ছিল না। কোহলি ছাড়া সর্বোচ্চ ১৯ রান করেন কুইন্টন ডি কক। ১৬ রান করেন মানদ্বীপ সিং এবং ১১ রান করেন ক্রিস ওকস।
এ ছাড়া বেঙ্গালুরুর বাকি ব্যাটসম্যানরা দুই অংকের ঘরেই পৌঁছাতে পারেনি। ফলে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানেই থেমে যায় বেঙ্গালুরুর ইনিংস।
এবারের আসরে সবচেয়ে বাজে বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে দিলেন ৫৫ রান। এত খরুচে বোলিং করে উইকেট পেলেন না একটিও।