ঢাকা:গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের এক সপ্তাহ আগে থেকেই সেনাবাহিনী মোতায়েন চায় বিএনপি। গাজীপুরের পুলিশ সুপারকে সরানো সহ ইভিএম ব্যবহার না করতে ও প্রচারণা শুরু আগে নৌকায় ভোট না চাইতেও দাবি করেছে বিএনপি।
আজ মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে ৬ সদস্যের প্রতিনিধি দলের এক বৈঠকে এ দাবি জানান তারা।
বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অন্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহামুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বিএনপি সেনা মোতায়েনের পাশাপাশি গাজীপুরের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে প্রত্যাহারসহ সিভিল প্রশাসন ও পুলিশের চিহ্নিত দলবাজ ও বিতর্কিত কর্মকর্তাদের বদলীপূর্বক নিরপেক্ষ পরিবেশ সৃষ্টির দাবি জানায়।
তাদের দাবিগুলো ভেবে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন কমিশন।