ঢাকা:কোটা সংস্কার আন্দোলনের অন্যতম তিন নেতা নুরুল হক নূর, মোহাম্মদ রাশেদ খাঁন ও ফারুক হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছিলো বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।
আজ ডিএমপির মিড়িয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, চোখ বেঁধে তুলে আনা ভুল বোঝাবুঝি। মূলত ভিসির বাসায় হামলার তদন্তের স্বার্থে নেতৃস্থানীয় শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছিলো। আমরা সুষ্ঠু তদন্তের জন্য তাদের সহযোগীতা চাই এবং
আন্দোলনকারীরাও ভিসির বাসায় হামলার তদন্ত চায়। আব্দুল বাতেন আরো বলেন, ভিসির বাসায় হামলার একাধিক ভিডিও এবং ছবি আছে।
আসামিদের চিহ্নিত করার জন্য তাদের আনা হয়েছিলো। যাদের আনা হয়েছে তারা চোরও না ডাকাতও না। এর আগেও অনেক ছাত্রকে এখানে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।