শরীরের পেছনের অংশ মাছের মতো আর সামনের অংশ কুমিরের মতো। এমন এক মাছের সন্ধান মিলল ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য কলকাতায়। মাছটির ওজন প্রায় ১৬ কেজি এবং লম্বায় তিন ফুট। কলকাতার বরাহনগর বাজারে মাছটি নিয়ে হুলুস্থুল পড়ে যায়। এবং এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে বন দপ্তরের কর্মীরা এসে মাছটিকে উদ্ধার করে নিয়ে যায়।
জানা গেছে, বরাহনগর বাজারে ব্যবসায়ীরা মাছটিকে বিক্রির উদ্দেশ্য নিয়ে আসে। মাছটির দাম প্রায় লাখ ছাড়িয়ে যায়। বাজার জুড়ে মাছটিকে দেখতে উপচে পড়ে ভিড়। খবর পেয়ে বাজারে গিয়ে পুলিশ মাছটিকে উদ্ধার করে। পুলিশ দেখে ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপর পুলিশ বনদপ্তরকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছটি বরানগর এলাকারই একটি পুকুর থেকে এক মৎস্যজীবী ধরেন। তার কাছ থেকে একজন মাছ ব্যবসায়ী মাছটি কিনে নেন। তবে মাছটি কী করে পুকুরে গেল তা জানার চেষ্টা করছে পুলিশ।