মনে পড়ে ২০১২ সালের ৯ অক্টোবর? পাকিস্তানে স্কুল-ছাত্রীকে গুলিতে ঝাঁঝরা করে দিল একদল তালিবান জঙ্গি। একরত্তি মেয়েটি কোনও কিছু বোঝার আগেই এ কে ৪৭ গর্জে ওঠে। রক্তে ভেসে যায় তার স্কুলের পোশাক। তারপর সেই যমে-মানুষে টানাটানি। অবশেষে জঙ্গিদের গুলি হার মানে। তখন সে ছিল কিশোরী। সকালে বাস এলে আর পাঁচজন ছাত্র-ছাত্রীর মতোই স্কুলে যেত।।পাশাপাশি শিক্ষায় নারীর অধিকার নিয়ে বিবিসি’র ব্লগে প্রতিবাদ চালিয়ে যেত। ঠিকই ধরেছেন। সেদিনের একরত্তি মেয়েটিই আজ বিশ্বের কনিষ্ঠতম নোবেল-জয়ী মালালা ইউসুফজাই।
দেখতে দেখতে কেটে গিয়েছে দু’বছর। তারপর থেকে ঘটে গিয়েছে অনেক কিছু। তাঁর লড়াইকে ইতিমধ্যেই কুর্নিশ জানিয়েছে বিশ্ব। তালিবানি গুলিতে ঝাঁঝরা হওয়া মালালা ইউসুফজাইয়ের। লড়াইকে আরও একবার সেলাম জানাতে অভিনব উদ্যোগ নিল ওসলো। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হওয়া মালালার সেই রক্তাক্ত স্কুল ইউনিফর্ম তামাম দুনিয়াকে দেখাতে সংগ্রহশালায় রাখল ওসলোর নোবেল পিস সেন্টার।
নোবেল পুরস্কার প্রাপকদের সম্মানার্থেই একটি প্রদর্শনীর আয়োজন করেছে ওসলো। সেই প্রদর্শনীতেই স্থান পাচ্ছে মালালার রক্তমাখা সেই স্কুল পোশাক। সূত্র: এই সময়