শ্রীপুরে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন রিক্সা চালক

Slider গ্রাম বাংলা

FB_IMG_1523558940858

রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে এক সততার এক দৃষ্টান্ত স্থাপন করলেন রিক্সা চালক ফিরোজ মিয়া। তাঁর সততায় লাখ টাকা ফিরে পেয়েছেন উপজেলার পৌর শহরের মান্নান শিকদার । নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার মইপুকুরিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে রিক্সা চালক ফিরোজ । ১২ (এপ্রিল বৃহস্পতিবার) রাতে শ্রীপুর থানা পুলিশের মাধ্যমে তিনি এ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেন। তিনি শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের জৈনক আব্দুল গফুর বাড়িতে ভাড়া থেকে কেওয়া-মাওনা সড়কে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

স্থানীয় সূত্রে জানাযায়, টাকার মালিক বৈরাগীরচালা গ্রামের মান্নান শিকদার বৃহস্পতিবার সকালে তাঁর ভাতিজাকে টাকা জমা দিতে ব্যাংকে পাঠান। পথে তাঁর পকেট থেকে এক লাখ টাকা হারিয়ে যায়। মান্নান সিকদার বিষয়টি থানা পুলিশকে অবহিত করে রাখেন।রিক্সাচালক ফিরুজ মিয়া জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মাওনা চৌরাস্তার শ্রীপুর রোডের মায়ের দোয়া টাইলস নামের এক দোকানের সামনের সড়কে এক লাখ টাকা কুড়িয়ে পান। পরে উক্ত টাকা তিনি ঐ দোকানের মালিক মজিবর রহমানের নিকট তুলে দেন। মজিবুর টাকা পাওয়ার বিষয়ে পুলিশকে জানান। বৃহস্পতিবার রাতে রিক্সাচালকের সততায় পুলিশের মাধ্যমে মান্নান সিকদার তার লাখ টাকা ফিরে পান । সততার পুরষ্কার স্বরুপ টাকার মালিক রিক্সাচালককে পনের হাজার টাকা উপহার দেন।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল মিয়া জানান, রিক্সাচালক ফিরুজ মিয়ার সততা সকলের জন্য একটা শিক্ষা । সমাজের প্রত্যেকে এমন মন-মানষিকতা নিয়ে চললে অপরাধ অনেকাংশে কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *