রূপবান চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন আশনা হাবিব ভাবনা। লোককাহিনি ‘রহিম-রূপবান’ নিয়ে নির্মিত হয়েছে অসংখ্য নাটক-সিনেমা। আরো হবে। তারই ধারাবাহিকতায় পহেলা বৈশাখে দর্শকদের জন্য চমক হিসেবে থাকছে বিটিভির নিজস্ব আয়োজনে নির্মিত নাটক ‘রূপবান’।
এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ভাবনা। আর তার বিপরীতে রহিম চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী সামির খান। অন্যান্য চরিত্রে আরও আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আজাদ আবুল কালাম, তুষার খান, ফারুক আহমেদ, ডা. এজাজ, শুভাশীষ ভৌমিকসহ অনেকে।
বিটিভি মহাপরিচালক এসএম হারুন অর রশীদের পরিকল্পনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। নাটকটির নির্দেশনা ও নাট্যরূপ দিয়েছেন অনিমেষ আইচ।
রাজা-রানি রূপে রহিম-রূপবা -এ রূপবান চরিত্রে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, “গল্পটা সবার জানা। তবে এবারের উপস্থাপনাটা একেবারেই আলাদা। আমার ধারণা চিরায়ত গল্পের মাঝেও নতুন এক রূপবানকে দেখতে পারবেন দর্শকরা। এবারই প্রথম এই চরিত্রে কাজ করেছি। আমি তো মহা খুশি। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে। ”
ভাবনা জানান, “গেল ১২ এপ্রিল বিটিভির নিজস্ব স্টুডিওতে সেট নির্মাণ করে নাটকটির শুটিং হয়েছে। এটি প্রচার হবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ রাত ৮টার বাংলা সংবাদের পর, বিটিভিতে। ”