সাদিয়াকে বউ সাজালেন বিপাশা

গ্রাম বাংলা বিনোদন ও মিডিয়া

10833708_1519859418293696_1539852247_n

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গ্রাম বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম:
কক্সবাজার: বিপাশা ভাবী যে ভাবে আমাকে যত্ন করে বউ সাজিয়েছেন এতে আমি অনেক পুলকিত আনন্দিত ও কৃতজ্ঞ। বিপাশার আপু সঙ্গে অভিনয় করতে যে কোন মেয়েই উৎসাহিত হবেন।

শনিবার সন্ধ্যায় কক্সবাজারে গুন্ডামী ছবির শুটিং এর ফাঁকে গ্রাম বাংলা নিউজকে নিজের অনুভূতি এমন ভাবেই জানিয়েছেন নতুন প্রজন্মের আলোচিত চিত্র নায়িকা সাদিয়া আফরিন।

ছোট পর্দায় ব্যস্ত অভিনেত্রী সাদিয়া অফরিন এখন আরো ব্যস্ত হয়ে পড়ছেন বড় পর্দায়ও। সাদিয়া ডেয়ারিং লাভারের মাধ্যমে বড় পর্দায় আলোচনায় আসেন। পরবর্তীতে ভালবাসলে দোষ কি তাতে, মিঁয়া বিবি রাজী, অচেনা হৃদয় ছবিতে আইটেম গান করেছেন। মামলা বাজ ও উদীয়মান সূর্য্য সহ বেশ কিছু ফিল্মের গুরুত্ব পূর্ন ভূমিকায় আছেন তিনি।

1410999969.

কক্সকবাজারে চলামান শুটিং-এ সাদিয়া এবার সাইমন তারিখের গুন্ডামী ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন। নায়কের ভূমিকায় আছেন শাহরিয়াজ। নায়িকা বিপাশা কবির।

ছবির গল্পে সাদিয়া নায়কের বোন চরিত্রে অভিনয় করছেন। কিন্তু সিনেমার মূল ঘটনাই সাদিয়াকে ঘিরে। নায়ক গ্রাম থেকে বোনকে নিয়ে শহরে আসেন। এরপর বোন (সাদিয়া) শহরে এসে হারিয়ে যায়। আর সাদিয়ার জন্যেই নায়ক গুন্ডামী করেন।

ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের ব্যাপারে সাদিয়া বলে, শাহরুখ খানের কয়লা ছবিতে ঐশ্বরিয়াও বোনের চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে যেহেতু অভিনয়ের সুযোগ রয়েছে,তাই আমি এই ছবিতে কাজ করতে সন্মত হয়েছি। মূল চরিত্রে অভিনয় হলো আসল কথা।

অন্য আইটেম গান সম্পর্কে সাদিয়া বলেন, আন্তর্জাতিক ভাবেই আইটেম গান মূলত নায়িকারাই করে। সাধারণত দেখা যায়, শুধু মাত্র একটি আইটেম গানের জন্য একজন নায়িকাকে হায়ার করা হয়। যদিও সাদিয়া জানায়, শীঘ্রই শুধু আইটেম গান নয়, নায়িকা হিসেবে দর্শকের সামনে উপস্থিত হবেন।

10850563_1519859234960381_1858028917_n

গুন্ডামী ছবিকে সেটার ট্রায়াল হিসেবেই দেখছেন সাদিয়া আফরিন ।সাদিয়া বিশ্বাস করে সম্পূর্ণ যোগ্য না হয়ে,নায়িকা চরিত্রে অভিনয় করলে হারিয়ে যেতে হবে। আর তাই এবার গুন্ডামী ছবি দিয়েই তার নায়িকা হওয়ার প্রস্তুতি।

10383987_1519956191617352_2350668354641221832_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *