গত বছর ছিলো ৪১ কোটি, এবার টার্গেট ৭০

Slider খেলা

17415

ফ্রাঞ্চইজি ভিত্তিক টি-২০ লিগ গুলোর মধ্যে সবচেয়ে আলোচিত, সমালোচিত ও জনপ্রিয় টুর্নামেন্ট ভারতের আইপিএল। বাণিজ্যিক দিকে থেকেও তারা অন্যদের চেয়ে এগিয়ে। আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব থেকে প্রচুর টাকা আয় করে বিসিসিআই।

জিও এবং সনি পিক্সারস থেকে আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব নিয়ে নিয়েছে স্টার ইন্ডিয়া টেলিভিশন নেটওয়ার্ক। স্টার ইন্ডিয়া টেলিভিশন নেটওয়ার্ক ৬০০০ কোটি টাকা দিয়ে আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব নিয়ে নেয়। এটি অত্যন্ত ব্যয়বহুল ছিল
বলে মনে হয়। যার ফলে বিজ্ঞাপন শিল্পের মূল্য ১৪% বৃদ্ধি করা হয়েছে।

স্টার ইন্ডিয়া টেলিভিশন নেটওয়ার্ক সিইও উদয় শঙ্কর বলেন,‘ গত বছর ৪১ কোটি মানুষ আইপিএল দেখেছে। চলমান বছরে আমাদের টার্গেট ৭০ কোটি। ’

তিনি আরও বলেন,‘একাদশ আসরের প্রথম দিনে টিভি এবং ডিজিটাল প্লাটফর্মে আইপিএলের দর্শক ছিলো ৪.২ কোটি। আমরা আশা করছি এবার ৭০ কোটিতে পৌছাতে পারবো। ’-ক্রিক ট্যা.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *