একসময়ে বিশ্বের অন্যতম প্রতিশ্রুতিমান পেসার ধরা হত তাঁকে। জাতীয় দলের হয়ে খেলতে নেমে শুরুতে আগুনে ফর্মেও ধরা দিয়েছিলেন। কিন্তু তারপরেই খেই হারিয়েছেন তাসকিন আহমেদ। ফর্ম এতটাই খারাপ যে এখন জাতীয় দলে তাঁর জায়গাও অটোমেটিক চয়েস নয়।
সেই তাসকিন আহমেদও সম্প্রতি বাংলাদেশের এক প্রচারমাধ্যম ‘ডেইলি বাংলাদেশ’-এ বলেছেন, রিক্সাওয়ালাও নাকি তাঁকে এখন পরামর্শ দেয় ফর্মে ফেরার জন্য। সময় খারাপ চলছে, তা নিয়ে কোনও সন্দেহই নেই। খারাপ সময়ে আরও তিক্ততা হিসেবে
হাজির হয়েছে অহেতুক ‘টিপস’।
তিনি ডেইলি বাংলাদেশে-র সঙ্গে কথোপকথনে বলেছেন, ‘‘অনেক সময় অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হয়। কেন খারাপ খেলছো? দেখা যায় রিকশাওয়ালাও টিপস দেয়। বলে, ভাই শর্ট বলটা কম করলে পারেন না? এই জায়গাটায় স্লোয়ার মারলে পারেন না? সবাই এখন উপদেশ দেয়! আমি কী এতই খারাপ হয়ে গেলাম?”
তবে বাংলাদেশের তারকা পেসার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই নিচ্ছেন। তাসকিন বলেছেন, ‘‘সবাই আমার ভাল চায় বলেই উপদেশ দেয়। তবে মাঝে মাঝে নিজের কাছে খারাপ লাগে এই ভেবে যে, যেই দেখে সেই খারাপ বলছে, আমি কি সত্যিই এতই খারাপ?’’
কিছুদিন আগেই বিয়ে করেছেন। তবে বিয়ে করেও ফর্ম বজায় রাখতে পারেননি তিনি। পেশাদারি জীবনের ব্যর্থতা ছাপ ফেলেছে পারিবারিক ব্যক্তিগত জীবনেও। তিনি বলছেন, ‘‘সত্যি কথা বলতে, মনের মতো খেলতে পারছি না। একজন পেশাদার ক্রিকেটারের পারফরম্যান্স যখন মনের মতো না হয়, ব্যক্তিগত জীবনটাও কেমন যেন ছন্দহীন হয়ে যায়। ’’
তবে সবকিছুকে হেলায় হারিয়ে ফের বিধ্বংসী মেজাজে ফিরতে প্রস্তুত বাংলাদেশি তারকা। তিনি নিজেই নিজের দেশের প্রচারমাধ্যমে বলেছেন, ‘‘আমার ছোটখাটো চোটআঘাত ছিল। যা হয়তো আমাকে ভালভাবে পারফর্ম করার ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি তৈরি করছিল। তবে আশা করি ভাল খেলতে পারব। ’’