ছাত্রলীগ স্বার্থের জন্য একে অপরকে হত্যা করে : সমাজকল্যাণমন্ত্রী

রাজনীতি

image_159714.mahasin aliছাত্রলীগ অশান্তি সৃষ্টি করছে পত্রপত্রিকায় এমন খবরে ব্যথিত উল্লেখ করে ছাত্রলীগকর্মীদের উদ্দেশে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, ছাত্রলীগ স্বার্থের জন্য মারামারি করে, পরস্পরে হানাহানি করে, একে অন্যকে হত্যা করে। এটা ঠিক না। ছাত্রলীগকে শৃঙ্খখলা মানতে হবে। নেতার নির্দেশ মানতে হবে। নেতারা কখনো ভুল সিদ্ধান্ত দেয় না। আজ শনিবার কুমিল্লা মহানগরীর বিষ্ণুপুর এলাকায় প্রস্তাবিত খায়রুন্নেসা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হেলথ ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ছাত্রলীগ অশান্তি সৃষ্টি করছে এমন কথা পত্রপত্রিকায় দেখলে আমরা খুব ব্যথিত হই। আমরা ছাত্রলীগ করেছি, শৃংখলার বাইরে ছিলাম না। আমাদেরকে নেতা নির্দেশ দিতেন, মন্ত্র দিতেন, আমরা সে নির্দেশ মানতাম এবং মন্ত্রে উদ্বুদ্ধ  হয়েছি। আমাদের জীবন যৌবন দেশের তরে বিলিয়ে দিয়েছি।
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেন, কুমিল্লার বিখ্যাত রসমলাই খেয়ে যে তৃপ্তি লাভ করেছি তাতে আমি অত্যন্ত আনন্দিত। একই সাথে মনে হয়েছে রসালো কথাবার্তার সব রস আমার উপর চেপেছে। কুমিল্লা আসলে ভালো লাগার জায়গা। আমি আমার ভাইয়ের সঙ্গে কুমিল্লায় এসেছিলাম। তখন বিখ্যাত সংগীতশিল্পী কলিম শরাফী কান্দিরপাড় থাকতেন। আমার ভাই তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় বলেছিল আমি বেতারে গান করি। আমাকে যেন কলিম শরাফী গান শেখান। তখনকার একটি গানের কথা মনে আছে।
এ ছাড়া মন্ত্রী ওই গানের কিছু অংশ ‘আজ হলো শনিবার কাল হলো রবিবার…’ গেয়ে শোনান। তিনি বলেন, এটি প্রেমের বা ভালোবাসার গান নয়। এটি সমাজতন্ত্রের গান। একপর্যায়ে তিনি একটি কবিতাও আবৃত্তি করেন শোনান।
পরে মন্ত্রী প্রস্তাবিত খায়রুন্নেসা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য দুই কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *