তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল দমনের অজুহাতে বাহরাইনে স্থায়ী নৌঘাঁটি স্থাপন করছে ব্রিটেন। এটিই হবে মধ্যপ্রাচ্যে ব্রিটেনের প্রথম স্থায়ী নৌঁঘাটি। এ ঘাঁটি থেকেই নিয়ন্ত্রিত হবে পারস্য উপসাগরে ব্রিটিশ বাহিনীর সব অভিযান। এতে মোতায়েন থাকবে বহু সংখ্যক ডেস্ট্রয়ার এবং বিমানবাহী রণতরী। সৌদি সমর্থিত বাহরাইনের রাজতান্ত্রিক সরকারের সঙ্গে এক চুক্তির পর এ ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।
বাহরাইনের ‘মিনা সালমান’ বন্দরে এ ঘাঁটি নির্মাণ করা হচ্ছে। এ জন্য ব্যয় হবে প্রায় দুই কোটি ৩০ লাখ ডলার। সম্প্রতি চুক্তি সই হলেও গত এপ্রিল থেকেই এ ঘাঁটির নির্মাণ কাজ শুরু হয়ে গেছে বলে জানা গেছে। আগামী বছরের মাঝামাঝি সময় নির্মাণ কাজ শেষ হতে পারে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন এ ঘাঁটি প্রসঙ্গে বলেছেন- ‘আমরা পারস্য উপসাগরে আবারো দীর্ঘ মেয়াদে অবস্থান করতে যাচ্ছি।’ এ ঘাঁটি আইএসআইএল বিরোধী অভিযানেও কাজে লাগানো হবে বলে ব্রিটিশ সরকার দাবি করেছে।
বর্তমানে বাহরাইনে রয়েছে আমেরিকার বিশাল নৌঘাঁটি। এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত। বাহরাইনের রাজতান্ত্রিক সরকারের প্রতি দেশটির জনগণের সমর্থন না থাকলেও পাশ্চাত্য এবং সৌদি আরবের মতো কিছু আঞ্চলিক দেশের সমর্থনে তারা ক্ষমতা আকড়ে আছে।