ঢাকা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলায় যারা জড়িত তারা কোনোভাবেই ‘ছাড় পাবে না’। তিনি ওই বাসভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এরপর বলেন, এই বাড়িতে যে দগদগে ক্ষতচিহ্ন, চিনি না তারা কারা আক্রমণ করেছে। বেডরুম রক্ষা পায়নি। সব তছনছ হয়ে গেছে। বাথরুমের কমোড পর্যন্ত অক্ষত নেই।
ওবায়দুল কাদের বলেন, ভিসি সাহেবের পরিবারের সোনার গয়না লুট হয়েছে। বাড়ির আসবাবপত্র সব বাইরে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এটা কেমন বর্বরতা? হামলার তদন্ত চলছে জানিয়ে কাদের বলেন, ‘কিছুটা’ চিহ্নিত হয়েছে। ‘বাকিটাও’ চিহ্নিত হবে। এমন এক সময়ে এ হামলা চালানো হয়েছে যখন কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত চারদিক। ওবায়দুল কাদের আহ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত উপাচায্যের বাসভবন পরিদর্শনে যান। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানিয়ে দেন, এই নারকীয় বর্বরতার সঙ্গে যারা জড়িত, কোনো অবস্থাতেই তাদের ছাড় দেয়া হবে না।
উল্লেখ্য, কয়েকদিন ধরেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ দাবিতে রোববার শাহবাগ মোড় াবরোধ করে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। তখন তাদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এক পর্যায়ে পুরো ক্যাম্পাসে সংঘর্ষ দেখা দেয়। এক পর্যায়ে রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালানো হয়। ব্যাপক ভাঙচুর করা হয়। টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ চলে রাতভর। আহত হয় দেড় শতাধিক। ওদিকে নিজের বাসভবনে হামলার বিষয়ে সোমবার সকালে ব্রিফিং করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। তিনি বলেন, সাধারণ কোনো বিক্ষোভকারীদের হামলা ছিল না এটা। এ হামলা চালিয়েছে ‘প্রশিক্ষিত’ ও মুখোশ পরা হামলাকারীরা। তারা প্রাণনাশের জন্য এ হামলা চালিয়েছিল।