ঢাকা: আসন্ন খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। খুলনা সিটিতে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। অন্যদিকে গাজীপুর সিটিতে মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার। গাজীপুর ও খুলনা মহানগর এবং জেলা নেতাদের সঙ্গে মতবিনিময়, মনোনয়ন বোর্ডে প্রার্থীদের সাক্ষাৎকারের ধারাবাহিকতায় গতরাত সাড়ে ৯টায় দলের নীতিনির্ধারকদের এক বিশেষ বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। এর আগে দলের নীতি নির্ধারকরা গাজীপুর সিটি করপোরেশনের বর্তমান মেয়র প্রফেসর এমএ মান্নানের সঙ্গে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আলোচনা করেন। বিএনপি মহাসচিব বলেন, খুলনা ও গাজীপুরে দলের মনোনয়ন চেয়েছেন একাধিক প্রার্থী।
তৃণমূল নেতা সঙ্গে মতবিনিময় ও মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হয়েছে। তাদের বক্তব্য ও মতামত পর্যালোচনা করে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিকসহ সার্বিক দিক বিবেচনা করে খুলনায় নজরুল ইসলাম মঞ্জু ও গাজীপুরে হাসানউদ্দিন সরকারকে দলের মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির উদ্যোগ নেয়ার আহ্বান জানান। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি ও ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থিকে ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়নের দাবি জানান তিনি।