গাজীপুর: গাজীপুরে কাজী আজিমুদ্দিন কলেজ কেন্দ্রে আজকের এইচএসসির আইসিটি পরীক্ষার ২৫ নম্বরের প্রশ্নপত্র ভুল সেটে অনুষ্ঠিত
হয়েছে। এই কেন্দ্রে ১হাজার ২’শ ৫৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। এই ঘটনার প্রতিবাদে পরীক্ষার্থীরা জেলা প্রশাসকের অফিসের সামনে সড়ক অবরোধ করেছে।
আজ বেলা ৩টার দিকে অবেরাধের ওই ঘটনা ঘটে।
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহম্মদ হুমায়ূন কবির বলেছেন, এতে পরীক্ষার্থীদের কোন সমস্যা নেই বোর্ডকে জানানো হয়েছে। তবে কারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছ।
জানা যায়, প্রতিদিনের মত আজ সকাল ১০টায় চলমান এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু আইসিটি বিষয়ের এই পরীক্ষার ২৫ নম্বরের প্রশ্নপত্র ভুল সেটে সম্পন্ন হয়। বোর্ড থেকে যে সেটে পরীক্ষা নেয়ার জন্য বার্তা এসেছিল সেই সেটে পরীক্ষা না নিয়ে অন্য সেটে পরীক্ষা নেয়া হয়েছে। ফলে ঝুঁকিতে পড়ে গেছে আজিমুদ্দিন কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা।
এ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।