এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ঠিক না থাকলে কোন কিছুই ভালো লাগেনা। বিদ্যালয়ের কোমলমতি শিশুরা পড়ালেখার জন্য দিনের উল্লেখযোগ্য সময় বিদ্যালয়ে অতিবাহিত করে। শিশুরা না খেয়ে বিদ্যালয়ে আসে এবং সারাদিন অনাহারে থেকে যখন বাড়িতে যায় তখন পড়ায় আর মন বসে না। আবার অনেকে বাড়িতে খাবার খেতে গেলে আর ফিরে আসেনা।
শিশুদের সুস্বাস্থ্য রক্ষায়, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, উপস্থিতি বৃদ্ধি, পুষ্টিহীনতা রোধে এবং “স্বাস্থ্যই সকল সুখের মূল”- এ স্লোগানকে সামনে রেখে শিশুদের বিদ্যালয়ে অবস্থান নিশ্চিত করতে সরকার প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিল বা দুপুরের খাবার চালুকরণের নির্দেশ দিয়েছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও ১৬৮ নং সালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ এপ্রিল রবিবার টিফিন পিরিয়ডে প্রধান শিক্ষিকা মোর্শেদা চৌধুরীর নেতৃত্বে মিড ডে মিল কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সকল শিক্ষিকাদের সহযোগিতায় শতভাগ শিক্ষার্থীরা মিডডে মিল খায়।
এ সময় প্রধান শিক্ষিকা বলেন, এ কর্মসূচির ফলে বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত হবে।