কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই মুখোমুখি অবস্থানে রয়েছে। আন্দোলনকারীরা সকালে শাহবাগের পর টিএসসি হয়ে দোয়েলত্বর এলাকায় অবস্থান করছে। এদিকে সেখানে সাজোয়া যান নিয়ে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে থেমে থেমে টিয়ারশেল ছুড়ছে তারা।
অন্যদিকে শিক্ষার্থীরাও হাতে লাঠিসোঠা নিয়ে তাদের দাবি আদায়ের আন্দোলনের চালিয়ে যাচ্ছেন।
কোটা সংস্কারের দাবিতে রবিবার দুপুর থেকে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত থেমে থেমে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।