দুর্দান্ত জয় দিয়ে আইপিএলের এগারোতম আসর শুরু করল কলকাতা নাইট রাইডার্স। নতুন অধিনায়কের হাত ধরে প্রথম ম্যাচে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ১৭৭ রান তাড়া করে সহজ জয় তুলে নিয়েছে নাইটরা। তবে সবকিছু ছাপিয়ে এদিন সবার নজর কেড়েছে ক্যারিবিয়ান অলরাইন্ডার সুনীল নারিন।
এদিন বল হাতে সফল না হলেও ব্যাট ঝড় তুলেন এই নাইটদের এই ‘মিস্ট্রি স্পিনার’। কলকাতার বিপক্ষে ১৭৬ রান তুলেও ম্যাচ হেরে যায় কোহলির ব্যাঙ্গালোর। ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তিনি। ১৭ বলে হাফ-সেঞ্চুরি করে নাইটদের জয়ের ভিত তৈরি করেন নারিন। শেষ পর্যন্ত ১৯ বলে পাঁচটি ছক্কা ও চারটি বাউন্ডারি মেরে ৫০ রান করে আউট হন তিনি।
পরে ম্যাচের সেরা নারিন বলেন, ‘বল সুন্দর ব্যাটে আসছিল। আমি নিজেকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দেখি না। তবে দলের পক্ষ থেকে আমাকে যে ভূমিকা দেওয়া হয়, সেটা প্রমাণ করার চেষ্টা করি। রান না পেলেও কিছু এসে যেত না।’